নিজস্ব প্রতিনিধি: মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে মোঃ ইলিয়াস (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মীরসরাই থানা পুলিশ, ইলিয়াস ওয়াহেদপুর গ্রামের মোঃ নাদেরুজ্জামানের পুত্র। শুক্রবার (৩১জানুয়ারি) সকালে মধ্যম ওয়াহেদপুর গ্রাম থেকে ইলিয়াসের মরদেহ থানা নিয়ে আসে মীরসরাই থানা পুলিশ।
এই ব্যাপারে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল দেবনাথ বলেন, শুক্রবার সকাল ১০টায় খবর পেয়ে আমরা ইলিয়াসের লাশ থানা নিয়ে আসি। ময়না তদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।এই ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে মীরসরাই থানায় একটি হত্যা মামলা করেছে।তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড হতে পারে,তবে তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

0 Comments