![]() |
| (Mirsarai first & popular news paper) |
ছবিঃ অসুস্থ আইরিন সুলতানা
অনলাইন ডেস্কঃ আইরিন সুলতানা মিরসরাই উপজেলার পশ্চিম মিঠানালা গ্রামের রজব বলি বাড়ির মোঃ শাহ আলমের কন্যা। মাত্র ১৪ বয়স। সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী। বর্তমানে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। হত দরিদ্র বাবার পক্ষে মেয়ের চিকিৎসা করানো সম্বাব হচ্ছে না। তাই হাত বাড়িয়েছেন অর্থবান মানবিক মানুষদের কাছে। আপনাদের সামান্য সহযোগিতা আর আল্লাহর দয়াই পারে আইরিনকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে।
রোগীর ঠিকানাঃ
মোছাঃ আইরিন সুলতানা।
পিতাঃ মোঃ শাহ আলম।
রজব বলির বাড়ি,
পশ্চিম মিঠানালা, মিরশরাই, চট্টগ্রাম।
মোছাঃ আইরিন সুলতানা।
পিতাঃ মোঃ শাহ আলম।
রজব বলির বাড়ি,
পশ্চিম মিঠানালা, মিরশরাই, চট্টগ্রাম।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ 01771423031 -9 ( Dutch Bangla Mobile Banking)
অথবা,
মিরসরাই সময় পত্রিকা সম্পাদক ---০১৭৮১৬২৩৭৬২ (কল দিয়ে কথা বলুন)
আমাদের ফেসবুক পেইজে ভিজিত করুনঃ Mirsarai First & popular news paper

0 Comments